ঢামেকে চিকিৎসা নিতে আসা হাজতির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পরে আব্দুল আজিজ সিকদার (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিনগত রাতে তার মৃত্যু হয়।
আজ শনিবার (১৮ মার্চ) দুপুরে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
বাচ্চু মিয়া জানান, শুক্রবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন আজিজ। সেখান থেকে তাকে অসুস্থ অবস্থায় রাত ৩টা ৫০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আজিজ বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা কালিকাপুর গ্রামের মৃত নুরুল সিকদারের ছেলে।