নওগাঁয় রবীন্দ্র জয়ন্তীর ৩ দিনব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান এ বছর অনুষ্ঠিত হবে নওগাঁ শহর থেকে প্রায় ৩৬ কিলোমিটার দক্ষিণে পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ইতোমধ্যেই তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ বইছে। নওগাঁর রাণীনগর, আত্রাই, নাটোর সদর এবং বগুড়ার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলার গ্রামগুলোতে এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
এসব গ্রামের বাড়িতে বাড়িতে দূর-দূরান্তের গ্রাম থেকে আত্মীয়স্বজন বেড়াতে এসেছে। প্রত্যেক বাড়িতে চলছে নানা রকমের খাবারের আয়োজন।
তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিন ৮ মে (২৫ বৈশাখ) উদ্বোধনী অনুষ্ঠান বিকেল ৩টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে স্মারক বক্তা থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল ইসলাম।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহ আজম, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ঢাকার বিশিষ্ট কলাকূশলী এবং নওগাঁর কলাকুশলীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
দ্বিতীয় দিন ৯ মে (২৬ বৈশাখ) অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। এ দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আত্রাই রানীনগ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।
আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বি, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুর রহমান এবং রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ।
এ দিন স্মারক বক্তা হিসেবে বিশিষ্ট রবীন্দ্র গবেষক আবুল মোমেন ও আলোচক হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান। দ্বিতীয় দিনে আত্রাই ও রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
আয়োজনের তৃতীয় দিন ১০ মে (২৭ বৈশাখ) যথারীতি অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। এ দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এস জাফরুল্লাহ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি।
এ দিন স্মারক বক্তা হিসেবে আলোচনা করবেন রবীন্দ্র গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক জুলফিকার মতিন। সমাপনী এ অনুষ্ঠানে ঢাকা, নওগাঁ, রানীনগর ও আত্রাই উপজেলার বাছাই করা শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, ‘তিন দিনের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে পতিসর এবং আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে কন্ট্রোল রুম খোলা হবে। যেখানে প্রয়োজন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বদা কাজা করবেন। ট্রাফিক ব্যবস্থাসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃখলা বাহিনীর বেশ কয়েকটি দল কাজ করবে। একটি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানকে বর্ণাঢ্য করে তোলা হবে।’
নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ‘তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসবকে সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বৈশাখ মাস ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকায় ঝড়-বৃষ্টিতে অনুষ্ঠান যাতে ব্যহত না হয়, সেদিকেও আমাদের প্রস্তুতি আছে। নওগাঁ থেকে পতিসরে যাতায়াতের জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। আশা করি সবার সম্মলিত প্রচেষ্টায় এখানে আমরা সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করতে পারব।’