পুরোহিত হত্যায় আরেকজন আটক
পঞ্চগড়ের দেবীগঞ্জে মঠের অধ্যক্ষকে হত্যায় জড়িত সন্দেহে পুলিশ আরেকজনকে আটক করেছে। তাঁর নাম বাবুল (৪০)।
গতকাল রোববার রাতে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের মাটিয়াপাড়া গ্রামের একটি ইটভাটা থেকে বাবুলকে আটক করা হয়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই ঘটনায় খলিলুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তাঁর বাড়ি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা গ্রামে। আটক দুজনই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ পুলিশের।
এদিকে, এ ঘটনায় নিহত অধ্যক্ষের বড় ভাই রবীন্দ্রচন্দ্র রায় বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ছাড়া অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ।
গতকাল রোববার সকাল ৭টার দিকে উপজেলায় শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে (৫০) গলা কেটে হত্যা করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এ সময় গুলি করা হয় গোপাল চন্দ্র রায় (৩৫) নামের এক সাধুকে। ককটেল হামলায় আহত হয়েছেন মঠের পাশের এলাকার নিতাই পদ দাস (৪০)। দুর্বত্তরা মোটরসাইকেলে করে এসে এ হামলায় অংশ নেয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
গুলিবিদ্ধ পুরোহিত গোপাল চন্দ্র রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।