ঘূর্ণিঝড় মোখা : চাঁদপুর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ
বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা ক্রমশ উপকূলের দিকে প্রবল বেগে এগিয়ে আসতে থাকায় এবং এর তীব্রতা বাড়তে থাকায় চাঁদপুর থেকে যাত্রীবাহী লঞ্চসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২ মে) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে ঘূর্ণিঝড় মোখার জন্য ৮ নম্বর মহাবিপৎ সংকেত জারি করেছে। আর এই ৮ নম্বর মহাবিপদ সংকেতের মানে হচ্ছে বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। এতে ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বামদিকে রেখে উপকূল অতিক্রম করবে।
এদিকে ঘূর্ণিঝড় মোখার কারণে শুক্রবার সারা দিন যাত্রী ছিল খুবই কম। যাত্রী কম থাকায় ছোট বড় অনেক লঞ্চ চলাচল বন্ধ রাখে মালিক সমিতি।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক শাহাদাত হোসেন জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-চাঁদপুর, চাঁদপুর-নারায়ণগঞ্জ, ঢাকা-চাঁদপুর ভায়া শরীয়তপুর, মজু চৌধুরীর হাট (লক্ষ্মীপুর), ইলিশা ঘাট (ভোলা) নৌ-পথের সকল ধরনের লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও সকল নৌযানকে সতর্ক থেকে নদী তীরবর্তী এলাকায় থাকতে বলা হয়েছে।