ভারতের ব্যাটিং নিয়ে চিন্তিত বাংলাদেশ
ভারতীয় ব্যাটিংলাইনকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বললে ভুল বলা হবে না। রোহিত শর্মা থেকে শুরু করে রবিচন্দ্রন অশ্বিন পর্যন্ত ভালোই ব্যাট করতে পারেন। ভারতের এই লম্বা ব্যাটিংলাইন যেকোনো দলের জন্যই চিন্তার কারণ হয়ে থাকে। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও চিন্তিত ধোনি-কোহলিদের ব্যাটিং নিয়ে।
কাল বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
বাংলাদেশ অধিনায়কের ভাবনাজুড়ে প্রতিপক্ষের ব্যাটিংলাইন নিয়ে। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা মানতেই হবে ভারতের ব্যাটিংলাইন এই মুহূর্তে বিশ্বসেরা। তাদের এই লম্বা ব্যাটিংলাইন যেকোনো দলের জন্যই বড় চিন্তার কারণ হয়ে থাকে_যা নিয়ে আমাদের আলাদা করে ভাবতেই হচ্ছে।’
তাই বাংলাদেশকে জিততে হলে নিজেদের সেরাটাই খেলতে হবে বলে মনে করেন মাশরাফি, ‘ভারত এই আসরের অন্যতম ফেভারিট দল। তা ছাড়া তাদের এই দল যথেষ্টই ভারসাম্যপূর্ণ। এমন একটি দলের বিপক্ষে জিততে হলে তিন বিভাগেই আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।’
তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশ কিছুটা দুর্বল তা স্বীকার করেছেন মাশরাফি, ‘এটা সত্য টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা এখনো খুব একটা ভালো খেলছি না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই এশিয়া কাপ আমাদের জন্য প্রস্তুতিমূলক টুর্নামেন্ট। আশা করছি এই আসরে আমরা ভালো কিছু করব।’
অবশ্য ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। ২০০৯ সালের জুনে প্রথম ম্যাচে ২৫ রানে এবং ২০১৪ সালের মার্চে দ্বিতীয় ম্যাচে আট উইকেটের বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল।