বেইজিংয়ের আদলে ডিএনসিসিতে হবে পাইকারি মার্কেট : মেয়র আতিক
চীনের রাজধানী বেইজিংয়ের বড় পাইকারি কাঁচাবাজার সিনফার্তি। এই মার্কেট থেকেই বেইজিংয়ের বাসিন্দাদের ৮০ শতাংশ খাবার সরবরাহ করা হয়। এই মার্কেটের আদলেই দেশে পাইকারি কাঁচাবাজার নির্মাণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এতথ্য জানিয়েছেন।
বর্তমানে বেইজিংয়ে রয়েছেন মেয়র আতিক। চীনের স্থানীয় সময় আজ সোমবার (২২ মে) দুপুরে সিনফার্তি মার্কেট পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র। পরিদর্শন শেষে মেয় আতিক বলেন, ‘বেইজিংয়ের হোলসেল (পাইকারি) মার্কেট থেকে কনসেপ্ট (ধারণা) নিয়ে ডিএনসিসির মার্কেট তৈরি করা হবে। এখানকার মার্কেট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছি, তারা আমাদের সঙ্গে ডিজাইন শেয়ার করবে। ডিএনসিসির পাইকারি মার্কেট বেইজিংয়ের মডেল অনুসরণ করা হবে।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘বেইজিংয়ের অনেক ব্যবসায়ী আগে ফুটপাতে দোকান করত। সেই জায়গা থেকে তাদের বের করে সিনফার্তি মার্কেটে আনা হয়েছে। বেইজিংয়ে যে উদাহরণ সৃষ্টি করল, সেটি অনুসরণ করে ডিএনসিসিতে হোলসেল মার্কেট করা সম্ভব।’
ঢাকাতে নতুন করে দুটো পাইকারি মার্কেট হবে জানিয়ে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে, একটি মার্কেট হবে ঢাকা উত্তরে, অন্যটি ঢাকা দক্ষিণে। পাইকারি মার্কেট করার পর ঢাকার মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক ঢুকতে পারবে না। এটি করতে পারলে ঢাকা শহরের ট্রাফিক অনেক কমে যাবে।’
দেশের রাজধানীকে সুন্দর করতে সবার সহযোগিতা প্রয়োজন জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের মানসিকতা পরিবর্তন করা দরকার। কারওয়ান বাজারে যারা আছেন, আলাপ আলোচনার মাধ্যমে তাদের গাবতলী নেওয়া হবে। সেখানে সবজির মার্কেট কোথায় হবে, মাংসের মার্কেট, মাছের মার্কেট কোথায় হবে পুরোটার মাস্টারপ্ল্যান আমরা করে ফেলেছি। প্ল্যান অনুসারে, পর্যায়ক্রমে কারওয়ান বাজার থেকে মার্কেট সরিয়ে নেব। চ্যালেঞ্জ থাকবে, কিন্তু শহরটাকে সুন্দর করতে হবে ও এতে সবার সহযোগিতা প্রয়োজন।’
ডিএনসিসির পাইকারি মার্কেটে সিনফার্তির মতো আধুনিক ব্যবস্থা থাকবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘গাবতলীতে ডিএনসিসির পাইকারি মার্কেটে ছোট আকারের পাওয়ারপ্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেছি। কারণ, অনেক বিদ্যুতের দরকার আছে। মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। সিনফার্তির মতো আমাদের মার্কেটেও হিমাগার দরকার, তাপমাত্রা কন্ট্রোল করা দরকার।’