সব ব্যাংকে অগ্নিনির্বাপণ মহড়ার নির্দেশ
অগ্নি দুর্ঘটনা রোধে দেশের ব্যাংকসমূহে অগ্নিনির্বাপণ মহড়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।
ওই নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হচ্ছে। অগ্নি দুর্ঘটনার ক্ষেত্রে স্বয়ংক্রিয় প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত যন্ত্রপাতি এবং মানুষ কর্তৃক ব্যবহার্য যন্ত্রপাতিসমূহের কার্যকারিতা পরীক্ষাসহ ভবন বা দালানে কর্মরত সবার জন্য প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
এতে আরও বলা হয়, একইসঙ্গে নিয়মিত বিরতিতে অগ্নিনির্বাপণ সংক্রান্ত মহড়া আয়োজন করতে হবে। অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধ এবং অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিতে আইন, বিধিমালা ও কোডের প্রযোজ্য নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।