যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সুষ্ঠু নির্বাচনের দাবিকে শক্তিশালী করেছে : সাবেক ভিপি নুর
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। তিনি বলেছেন ,শুধু মার্কিন যুক্তরাষ্ট্রসহ নয়, আরও অনেক দেশ সুষ্ঠু নির্বাচনের জন্য এ সরকারের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে। আজ শুক্রবার (২৬ মে) বিকেল ৪ টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিেণর গণঅধিকার পরিষদ আয়োজিত দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণপদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, ‘একজন মেয়র গুন্ডার মতো বলছেন যে, একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। প্রকারান্তরে সকল বিচারপতিদের হুমকি দিয়েছেন। দুঃখজনক, এখনও এই বিষয়ে বিচারবিভাগের কোনো পদক্ষেপ দেখিনি।’
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘গত ১৪ বছরে এই সরকার বিরোধীদের ওপর দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দমন-পীড়ন করে যেভাবে দেশে একদলীয় শাসন কায়েক করেছে, তাতে স্পষ্ট যে এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ তিনি বলেন, ‘২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের কথা বললেও পরবর্তীতে সেই কথা রাখেনি। নির্বাচনের আগে গণভবনে জাতীয় নেতৃবৃন্দকে ডেকে সুষ্ঠু নির্বাচনের কথা বললেও জাতির সঙ্গে প্রতারণা করেছে, বেঈমানি করেছে। কাজেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যতীত এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভবপর নয়।’
বিরোধী দলগুলোর চলমান নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি আরও শক্তিশালী করেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশের সকল বন্ধু প্রতিম রাষ্ট্রসমূহকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার পাশে চাই। সরকারকে বলব, বিরোধী দলের চলমান আন্দোলনে সন্ত্রাস, সহিংসতা, হামলা-মামলা, হয়রানি বন্ধ করে অনতিবিলম্ব সংকট উত্তরণে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসুন।