পাবনার আদালতে মাহফুজ আনামকে সমন
ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে পাবনার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানি শেষে জেলার আমলি আদালত ১-এর বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন। আগামী ২৪ মার্চ মাহফুজ আনামকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার আইনজীবী শাহ আলম জানান, গত ১৫ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লাল বাদী হয়ে ৫০০/৫০১ ধারায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত ২৫ ফেব্রুয়ারির মধ্যে মামলাটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
আজ সকালে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর বিচারক সমন জারি করেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে মাহফুজ আনাম বলেন, এক-এগারোর সময় শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি খবর ছেপে তিনি ভুল করেছেন। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মাহফুজ আনামকে আটকের দাবি জানান। পরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সারা দেশে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা করা হয়।সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাহফুজ আনামের বিচার করা হবে।