শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় ভারত-অস্ট্রেলিয়া
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল গড়িয়েছে পঞ্চম দিনে। শেষ দিনের খেলা জমিয়ে তোলার আভাস দিয়েছে দুই ফাইনালিস্টই। প্রথমবারের মতো টেস্টের রাজদণ্ড পেতে ভারতের প্রয়োজন ২৮০ রান, আর অস্ট্রেলিয়ার দরকার সাত উইকেট।
টেস্টের চতুর্থ দিনে আজ শনিবার (১০ জুন) অসিদের দেওয়া ৪৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রান তুলেছে ভারত। কোহলি ও রাহানে ক্রিজে থেকে শেষ করেছে দিন।
এর আগে ১২৩ রানে ৪ উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করে অস্ট্রেলিয়া। ২৭০ রানে অষ্টম উইকেটের পতন ঘটার পর ইনিংস ঘোষণা করে তারা। ভারত পায় ৪৪৪ রানের বড় লক্ষ্য। সেই লক্ষ্যে খেলতে নেমে ভারতের দুই ওপেনার শুরু থেকেই চড়াও হন অসি বোলারদের ওপর। ৭.১ ওভারে ৪১ রানের ওপেনিং জুটি গড়েন রোহিত শর্মা ও শুভমান গিল।
১৮ রান করা গিলকে ফেরান স্কট বোল্যান্ড। ক্যামেরন গ্রিনের তালুবন্দি হন এই ভারতীয় ওপেনার। আরেক ওপেনার রোহিতকে লেগ বিফোরের ফাঁদে পেলেন নাথান লায়ন। আউট হওযার আগে রোহিত করেন ৪৩ রান। ২৯ রান করা চেতেশ্বর পূজারাকে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির তালুবন্দি করান প্যাট কামিন্স।
৯৩ রানে ৩ উইকেট হারিযে বিপদে পড়ে ভারত। কিন্তু, দিনের শেষভাগে আর কোনো উইকেট পড়তে দেননি কোহলি ও রাহানে। দুজনের অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি স্বস্তি দেয় ভারতকে। শেষ পর্যন্ত ৪০ ওভারে ৩ উইকেটে ১৬৪ রানে দিন শেষ করে ভারত।
চতুর্থ দিন শেষে স্কোর : অস্ট্রেলিয়া ৮৪.৩ ওভারে ২৭০/৮ ডিক্লেয়ার (লাবুশেন ৪১, গ্রিন ২৫, স্টার্ক ৪১, কামিন্স ৫, ক্যারি ৬৬*; জাদেজা ২৩-৪-৫৮-৩, যদিব ১৭-১-৫৪-২, শামি ১৬.৩-৬-৩৯-২, সিরাজ ২০-২-৮০-১, শার্দুল ৮-১-২১-০)
ভারত ৪০ ওভারে ১৬৪/৩ (রোহিত ৪৩, গিল ১৮, পূজারা ২৭, কোহলি ৪৪* রাহানে ২০*; কামিন্স ৯-০-৪২-১, বোল্যান্ড ১১-১-৩৮-১, স্টার্ক ৭-০-৪৫-১, গ্রিন ২-০-৬-০, লায়ন ১১-১-৩২-১)