মুন্সীগঞ্জ উপজেলা আ.লীগের সম্মেলন : পুরোনারাই স্বপদে বহাল
দীর্ঘ দশ বছর পর মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে চতুর্থবারের মতো মো. আফসার উদ্দিন ভূইয়াকে সভাপতি ও তৃতীয় বারের মতো শামছুল আলম কবিরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
গতকাল শনিবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে দ্বিতীয় অধিবেশন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কমিটি ঘোষণা করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।
এর আগে বেলা ১১টার দিকে জেলা শহরের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জাতীয় পতাকা, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দিন ভূইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামছুল আলম কবির মাস্টার। এ সময় বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিল্পব এবং মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা প্রমুখ।
২০১৩ সালে সর্বশেষ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে মো. আফসার উদ্দিন ভূঁইয়াকে সভাপতি ও শামছুল আলম কবির মাস্টারকে সাধারণ সম্পাদক করে মোট ৬৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।