আম্পায়ারকে গালি দেওয়ায় কোহলিকে জরিমানা
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। শুরুতে চাপের মুখে পড়লেও ৫১ বলে ৪৯ লড়াকু ইনিংস খেলে ভারতকে পাঁচ উইকেটের জয় এনে দিয়েছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান। তবে আউট হওয়ার পর আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য শাস্তিও পেতে হচ্ছে কোহলিকে। জরিমানা গুনতে হচ্ছে ম্যাচ ফির ৩০ শতাংশ।
ভারতের ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে মোহাম্মদ সামির বলে এলবিডব্লিউ হয়েছিলেন কোহলি। তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন ব্যাট উঁচিয়ে। পরে সাজঘরে ফেরার সময়ও আম্পায়ারকে কিছু একটা বলেছিলেন। যেটাকে ক্রিকেটের চেতনাবিরোধী বলেই গণ্য করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
পাকিস্তানের ইনিংস চলার সময়ও আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন কোহলি। টেলিভিশন রিপ্লে দেখে মনে হয়েছে যে, বাংলাদেশের আম্পায়ার সারফুদ্দৌলা সৈকতকে গালিই দিয়ে বসেছিলেন ভারতের এই ক্রিকেটার। এ নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে কোহলিকে।