ভাগ্যকুলে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ
মনোনয়ন না পাওয়ায় ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন মিটুলের সমর্থকরা ঢাকা-দোহার সড়ক অবরোধ করে।
আজ সোমবার সকাল পৌনে ১১টা থেকে ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ। এরপর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ ও মানবন্ধন করে চেয়ারম্যানের সমর্থকরা।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, মনোনয়নের জন্য স্থানীয়ভাবে যাচাই-বাছাই করে ভগ্যকুল ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলের নাম কেন্দ্রে পাঠাই। কিন্তু কাজী শাহাদাত হোসেন কেন্দ্রীয় নেতাদের সাহায্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে লিখিত নিয়ে আসেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর মিলন খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মামুন কবীর, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পাপ্পু সরদার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন শেখ, ওলামা লীগের সভাপতি মালেক ফকির, শ্রমিক লীগের সভাপতি মো. ইয়াসিন ব্যাপারী প্রমুখ।
সহকারী পুলিশ সুপার (এএসপি-লৌহজং সার্কেল) শামছুজ্জামান বাবু জানান, অল্প-কিছুক্ষণ সড়ক অবরোধ ছিল। পরবর্তী সময়ে রাস্তা থেকে সরে গিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন নেতাকর্মীরা।