পাকিস্তানকে ১৩০ রানের চ্যালেঞ্জ আমিরাতের
এশিয়া কাপের চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে ভালো বোলিং দিয়ে প্রশংসা কুড়িয়েছে আরব আমিরাত। কিন্তু ব্যাট হাতে একেবারেই ভালো নৈপুণ্য দেখাতে পারেননি আমিরাতের ক্রিকেটাররা। আজ পাকিস্তানের বিপক্ষে টস জিত ব্যাট করতে নেমেও দেখা গেল সেই একই চিত্র। প্রথম চার ওভারের মধ্যে ১২ রান সংগ্রহ করতেই আমিরাত হারিয়েছিল তিনটি উইকেট। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন আমিরাতের ব্যাটসম্যানরা। শেষ ১০ ওভারে দারুণ ব্যাটিং করে শেষপর্যন্ত স্কোরবোর্ডে জমা করেছেন ১২৯ রান।
প্রথম ১০ ওভারে আমিরাত সংগ্রহ করতে পেরেছিল মাত্র ৪০ রান। শেষ ১০ ওভারে সংগ্রহ করেছে ৮৯ রান। চাপের মুখে সাইমান আনোয়ার খেলেছেন ৪২ বলে ৪৬ রানের দারুণ লড়াকু ইনিংস। ১৯তম ওভারে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হওয়ার আগে মোহাম্মদ উসমানের ব্যাট থেকে এসেছে ২১ রান। আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ খেলেছেন ১৮ বলে ২৭ রানের অধিনায়কোচিত ইনিংস। ষষ্ঠ উইকেটে উসমান ও জাভেদ গড়েছেন ৪৬ রানের জুটি। আগের দুই ম্যাচে বোলাররা যেমন নৈপুণ্য দেখিয়েছেন, তাতে ১২৯ রানের পুঁজি নিয়েও ভালো লড়াই চালাতে পারে আমিরাত।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে দ্বিতীয় ওভারে রোহান মুস্তফার উইকেট তুলে নিয়েছিলেন পাকিস্তানের ডানহাতি পেসার মোহাম্মদ সামি। তৃতীয় ওভারে দারুণ এক ডেভিভারিতে মোহম্মদ কলিমকে বোল্ড করেছেন মোহাম্মদ আমির। পরের ওভারে মোহাম্মদ শাহজাদের উইকেট নিয়েছেন পাকিস্তানের আরেক পেসার মোহাম্মদ ইরফান। চতুর্থ উইকেটে ২৯ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন উসমান মুশতাক ও সাইমান আনোয়ার। একাদশ ওভারে এই জুটি ভেঙেছেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। ৯ রান করে ফিরে গেছেন মুশতাক।
এশিয়া কাপের এবারের আসরে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি পাকিস্তান ও আরব আমিরাত। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান হেরে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। অন্যদিকে আরব আমিরাত হেরেছে প্রথম দুইটি ম্যাচেই। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ রানে হারের পর বাংলাদেশের বিপক্ষে হেরেছে ৫১ রানে।
পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মোহাম্মদ নেওয়াজের। ওয়াহাব রিয়াজের পরিবর্তে দলে এসেছেন এই বাঁহাতি স্পিনার।
পাকিস্তান দল : মোহাম্মদ হাফিজ, সারজিল খান, খুররাম মনজুর, শোয়েব মালিক, উমর আকমল, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদি, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সামি, মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান
আরব আমিরাত : রোহান মুস্তফা, মোহাম্মদ কলিম, মোহাম্মদ শাহজাদ, সাইমান আনোয়ার, মোহাম্মদ উসমান, সন্দ্বীপ পাতিল, আমজাদ জাভেদ, ফাহাদ তারিক, আহমেদ রাজা, উসমান মুসতাক, মোহাম্মদ নাভিদ