রংপুরে মাহফুজ আনামের জামিন
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে স্থায়ী জামিন দিয়েছেন রংপুরের একটি আদালত। একই সঙ্গে পরবর্তী হাজিরার তারিখ ২৬ মে নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিউল আলম এ আদেশ দেন। মাহফুজ আনাম আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মুনীর চৌধুরী ও বাদীপক্ষে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবদুল মালেক।
গত ১৫ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা করেন রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা।
আদালত থেকে বেরিয়ে মাহফুজ আনাম সাংবাদিকদের বলেন, ‘এক-এগারোর দুই বছরে ডেইলি স্টারের কী ভূমিকা ছিল, তা ভালো করে খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি। সম্পাদকীয় একটি পত্রিকার মূল বক্তব্য। তাতে কী বক্তব্য ছিল, তা দেখার অনুরোধ করছি।’ একই সঙ্গে ডেইলি স্টারকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা তথ্যভিত্তিক হওয়া উচিত বলেও জানান তিনি।
মাহফুজ আনামের আইনজীবী অ্যাডভোকেট মুনীর চৌধুরী বলেন, ‘এটি জামিনযোগ্য মামলা। নালিশি মামলায় এমন কোনো তথ্য-উপাত্ত নেই যাতে আমার মক্কেলের অপরাধ প্রমাণ করা যায়। এক হাজার টাকা বন্ডে আদালত তাঁকে স্থায়ী জামিন দিয়েছেন।’
মামলার বাদী গোলাম মাওলা বলেন, ‘মাহফুজ আনাম কিছুদিন আগে নিজেই তাঁর অপরাধের কথা স্বীকার করেছেন। তাই এ অপরাধের বিচার হওয়া উচিত।’
মাহফুজ আনাম গত ৩ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের এক আলোচনা অনুষ্ঠানে প্রশ্নের মুখে স্বীকার করেন, সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সরবরাহ করা ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’যাচাই ছাড়া প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। তিনি বলেন, ‘এটা আমার সাংবাদিকতার জীবনে, সম্পাদক হিসেবে ভুল, এটা একটা বিরাট ভুল। সেটা আমি স্বীকার করে নিচ্ছি।’