নিখোঁজের চারদিন পর গাড়িচালকের লাশ উদ্ধার
নিখোঁজের পাঁচদিন পর মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মার চর শামুরবাড়ি এলাকা থেকে আলফ্রেড মারান্দী (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আলফ্রেডের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে লৌহজং থানা পুলিশ।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, নিহত আলফ্রেড মারান্দীর বাড়ি দিনাজপুর জেলায়। তিনি খ্রিস্টান প্রপার্টি ক্রেডিট ইউনিয়ন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের গাড়িচালক ছিলেন। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। গত ২৬ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী ঢাকার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার শামসুজ্জামান জানান, জিডির ওপর ভিত্তি করে মোবাইল ফোনের ‘কল লিস্ট’ ধরে আলফ্রেডের শেষ অবস্থান শরীতপুরের জাজিরাতে পাওয়া যায়। পরে তার লাশ লৌহজং এলাকায় ভেসে আসে। এরইমধ্যে লাশ উদ্ধারের ব্যাপারটি ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) অবহিত করা হয়েছে।