শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে : প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ‘বিপথগামীদের টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ধ্বংস করতে হলে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর বিশ্বাস, তাঁর দর্শন, তাঁর দেখানো পথ, এটাই কিন্তু আমাদের পাথেয়। আজকে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক, সমৃদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।’
আজ শনিবার (৫ আগস্ট) দুপুরে নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
শ. ম. রেজাউল করিম বলেন, ‘অসীম সাহসী, অসাধারণ মেধা, বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামালকে হত্যা করার লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ার পথ যেন রুদ্ধ করে দেওয়া যায়। শেখ কামাল প্রথমেই সামনে এসে দাঁড়িয়েছিলেন যাতে বঙ্গবন্ধুর বাড়িতে যারা হামলা করেছে তাদের প্রতিরোধ করা যায়। প্রতিরোধের প্রথম প্রহরেই নৃশংসতার শিকার হলেন শেখ কামাল। আর যারা তাঁকে হত্যা করেছিল তারাও ভেবেছিল শেখ কামালকে হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ওয়ারিশ কেউ যেন না থাকতে পারে। সর্বশেষে তার কনিষ্ঠ পুত্র ১০ বছরের শেখ রাসেলকেও হত্যা করেছিল ঘাতকরা। পৃথিবীর ইতিহাসে অনেকেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু বাংলাদেশে ১৯৭৫ সালের ১৫ আগস্ট যেটা ঘটেছিল সেটা নিষ্ঠুরতম ঘটনা।’
নেছারাবাদে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. জাফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা।