মৌসুম শুরুর আগে রিয়ালকে দুঃসংবাদ দিলেন কর্তোয়া
আগামী ১২ আগস্ট অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রিয়াল মাদ্রিদের লা লিগা মিশন। নতুন মৌসুম শুরুর আগেই রিয়াল শিবিরে বড় দুঃসংবাদ। চোটের কারণে পুরো মৌসুমের জন্য দল থেকে ছিটকে যেতে পারেন রিয়ালের তারকা গোলরক্ষক থিবো কর্তোয়া। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) অনুশীলনে চোট পেয়েছেন বেলজিয়ান এই গোলরক্ষক।
চোট পাওয়ার পর মাঠেই ব্যথায় কাতরাতে থাকেন কর্তোয়া। ফুলে যায় আঘাতের স্থান। তৎক্ষণাৎ স্ট্রেচারে করে তাকে মাঠ থেকে নিয়ে যান চিকিৎসকরা। প্রাথমিক পরীক্ষায় ধরা পড়েছে কর্তোয়ার বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
প্রাথমিক পরীক্ষা শেষে দেখা যায়, চোট বেশ গুরুত্বপূর্ণ। ফোলা কমলে এমআরআই করানো হবে। চিকিৎসকরা জানিয়েছেন, খুব দ্রুতই অস্ত্রোপচার করাতে হবে কর্তোয়ার। অস্ত্রোপচারের পর সেরে উঠতে কত সময় লাগবে তা নিশ্চিত করে না বললেও ধারণা করা হচ্ছে, হয়তো পুরো মৌসুমের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। অর্থাৎ, তাকে আর এই মৌসুমে পাচ্ছে না রিয়াল।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ২৩০ ম্যাচে মাঠে নেমেছেন তিনি, যা এ সময়ের মধ্যে রিয়ালের খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ।
এতে শুধু রিয়ালই নয়, দুশ্চিন্তা বেড়েছে কর্তোয়ার জাতীয় দল বেলজিয়ামেরও। সামনেই ইউরো ২০২৪ এর বাছাই পর্ব। এমন গুরুত্বপূর্ণ সময়ে দলের মূল গোলরক্ষককে না পাওয়া হতাশারই বটে।