বর্তমান প্রজন্ম স্বাধীনতার ইশতেহার ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে : নৌপ্রতিমন্ত্রী
নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘স্বাধীনতার ইশতেহার ও ঘোষণাপত্র এই দেশে বাস্তবায়ন করা হবে এবং এর নেতৃত্ব দেবে বর্তমান প্রজন্ম। আজ শুক্রবার (১৮ আগস্ট) সকালে দিনাজপুর প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজাকারের সন্তান মন্তব্য করে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মির্জা ফখরুল আজ জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন। এই অঞ্চলের মানুষ তাঁকে ভালো ভাবেই চিনে। এর পরও তাঁরা স্বপ্ন দেখছেন ক্ষমতায় আসার।’
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘১৫ আগস্টের মতো জঘণ্য অপরাধের কথা আবারও যদি এই দেশে চিন্তা করা হয়, তাদের প্রতিহত করা হবে। বাংলাদেশের মানুষ আর রক্তপাত চায় না। স্বাধীনতার ইশতেহার ও ঘোষণাপত্র এই দেশে বাস্তবায়ন করা হবে এবং এর নেতৃত্ব দেবে বর্তমান প্রজন্ম।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতির স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।