ইউএস ওপেন জিতে মার্গারেট কোর্টের পাশে বসলেন জকোভিচ
আরও একটি গ্র্যান্ড স্লামের জয়ের শিরোপা উঁচিয়ে ধরলেন টেনিসের বর্তমান তারকা নোভাক জকোভিচ। তবে, জয়ে শুধু শিরোপাই নয়, টেনিস ইতিহাসের রেকর্ডেও নাম লেখালেন এ সার্বিয়ান তারকা।
ইউএস ওপেনের শিরোপা জিতে টেনিস ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ী অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টের পাশে বসলেন জকোভিচ। দুজনেরই এখন গ্র্যান্ড স্লাম সংখ্যা সমান ২৪টি। আর একটি শিরোপা জিতলেই টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্লামজয়ী তারকা হবেন জকোভিচ।
মার্গারেট কোর্টের ২৪তম গ্র্যান্ড স্লামের রেকর্ড ছোঁয়ার জন্য বহুবার চেষ্টা করেছেন সেরেনা উইলিয়ামস। কিন্তু পারেননি নিজের নামের পাশে ২৪টি শিরোপা লেখাতে। কিন্তু, জকোভিচ সেটা করে দেখালেন। কোর্টে দাপট দেখিয়ে ঠিকই রেকর্ড নিজের করে নিলেন সার্বিয়ান টেনিস তারকা।
ইউএস ওপেনের ফাইনালে গতকাল সোববার দিবাগত রাতে রাশিয়ার দানিল মেদভেদেভকে সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন জকোভিচ। তিন সেটেই দাপট দেখিয়ে জকোভিচ জয় তুলে নেন ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে। ১ ঘণ্টা ৪৪ মিনিটের এই জয়ের মধ্যে দিয়েই গত ৫০ বছর ধরে অক্ষত থাকা মার্গারেট কোর্টের এককভাবে সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন জকোভিচ।
রেকর্ড গড়া এই জয়ের পর জোকোভিচ বলেছেন, ‘এটা আমার কাছে পৃথিবীর সবকিছু। আমি সত্যিই আমার শৈশবের স্বপ্নের ভেতর আছি। যখন আমি স্বপ্ন দেখেছিলাম এই খেলাটির সর্বোচ্চ চূড়ায় ওঠার লড়াই করার। আমি কখনো ভাবিনি এ পর্যন্ত আসতে পারব। তবে কয়েক বছর ধরে মনে হচ্ছিল ইতিহাস গড়ার চেষ্টা করা যেতে পারে। যখন সেটি সামনে আছে, কেন তা নিজের করে নেব না!’