ফটোসেশন কোনো কাজে আসবে না : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীন সরকার। আজকে দেশের জনগণ একদিকে, ভোট চোরেরা আরেকদিকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, সব সমস্যার সমাধান হবে রাজপথে। তার প্রমাণ আমরা বগুড়াতে দেখছি।’
আজ রোববার (১৭ সেপেটম্বর) দুপুরে বগুড়ার আদমদিঘী পথসভায় আমীর খসরু এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সেলফি তুলে কোনো লাভ হবে না। ফটোসেশন কোনো কাজে আসবে না। ঐক্যবদ্ধভাবে ভোট চোরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের রুখতে হবে, আস্তানা শেষ করে দিতে হবে। তাহলে দেশে আইনের শাসন ফিরে আসবে।’
আন্দোলনের প্রয়োজনে নেতাকর্মীদের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকতে হবে বলেও আহ্বান জানান বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা।