মিলল ‘শয়তানের নিঃশ্বাস চক্র’র সন্ধান, দুজন গ্রেপ্তার
স্কোপোলামিন, যা হায়োসিন বা শয়তানের নিঃশ্বাস নামেও পরিচিত। সেই স্কোপোলামিন ও জীবননাশকারী পটাশিয়াম সায়ানায়েডসহ দুজনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁদপুর জেলার মতলব থানার নারায়ণপুর গ্রামের শাহ আলম প্রধানের ছেলে শাকিল আহমদ ও বরিশাল জেলার বাবুগঞ্জ থানার ঈদিল কাঠি গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে রাকিব।
পুলিশ সুপার জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত নর্দার্ন ইউনিভার্সিটির অধ্যাপক হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ ‘শয়তানের নিঃশ্বাস চক্র’র সন্ধান পায়। গতকাল শনিবার শাকিল আহমদকে চাঁদপুর থেকে এবং রাকিবকে ঢাকার টিকাটুলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পটাশিয়াম সায়ানাইডসহ গ্রেপ্তারের বিষয়টি দেশের প্রথম ঘটনা বলে জানান পুলিশ সুপার।