নিরপেক্ষতার সঙ্গে কর্মী বাছাই করা বড় চ্যালেঞ্জ
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে যোগ্য কর্মীদের বাছাই করা যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) আয়োজিত মানবসম্পদ সম্মেলনে এ কথা বলেন বার্নিকাট।
এ ছাড়া পৃথক মন্ত্রণালয় গঠনের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ জনশক্তিকে কাজে লাগানোর ওপর জোর দেন মানবসম্পদ বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিএসএইচআরএম মেটলাইফ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলনে বক্তারা আরো বলেন, মানবসম্পদ কাজে লাগানোর মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে দ্রুত পৌঁছাতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচ্যাম) প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল ইসলাম। সম্মেলনের সভাপতি মোহাম্মদ মাশেকুর রহমান খানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন বিএসএইচআরএমের সভাপতি মোশাররফ হোসেন।
সম্মেলনের মিডিয়া পার্টনার এনটিভি। সম্মেলনের স্টলগুলোতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদের মানবসম্পদ বিভাগের কার্যক্রম তুলে ধরে।