হেফাজত আর বিএনপি এক নয় : মির্জা আব্বাস
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘মনে রাখতে হবে, হেফাজত আর বিএনপি এক নয়। বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় ছিল।’ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জনসমাবেশে আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘ওবায়দুল কাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমরা নাকি ১৮ তারিখে বসে পড়বো। আমাদের বসার কোনো পরিকল্পনা নেই। আপনি বলছেন, শাপলা চত্বরের মত অবস্থা হবে। তার মানে আপনি স্বীকার করলেন সেদিন আপনারই হত্যাযজ্ঞ চালিয়েছেন। মনে রাখবেন, হেফাজত আর বিএনপি এক নয়।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আপনারা বলছেন, বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি তো আপনারা করছেন। পুলিশ নিয়ে অহংকার করছেন। এত অহংকার ভালো না।’
সরকারের কাছে প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, ‘এত গ্রেপ্তারে কি আন্দোলন থেমে গেছে? নেতাকর্মীরা গ্রেপ্তারে ভয় পায় না। গতকাল একটি বিশেষ শ্রেণির সভা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, বিরোধী নেতাকর্মীদের দমন করার জন্য। এসব কোনো প্রক্রিয়ায় কাজ হবে না। জনগণ রাস্তায় নেমে গেছে। আপনার কত অপকর্ম করেছেন, চুরি করেছেন জনগণ তা জেনে গেছে।’