করোনায় আরও শনাক্ত ৭
দেশে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে নতুন করে সুস্থ হয়েছে আটজন। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় ৭১৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৮ শতাংশ। অতিমারীর শুরু থেকে এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, অতিমারীর শুরু থেকে এ পর্যন্ত ২০ লাখ ৪৫ হাজার ৮৭২ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ হাজার ৪৭৭ জন। সুস্থ হয়েছে ২০ লাখ ১৩ হাজার ৫২৯ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের পাঁচ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যায়।