নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিবের ৭ দিনের রিমান্ড আবেদন
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীকে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মঞ্জুর এলাহীকেকে আদালতে সোপর্দ করা হয়। এ সময়পুলিশ তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আগামীকাল বুধবার তাঁর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
পুলিশ জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে নরসিংদীতে নাশকতা ও বিস্ফোরণের পরিকল্পনা করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে গত ২১ অক্টোবর শনিবার দিনগত রাতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেনের বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। ওই সময় চিনিশপুর এলাকা থেকে ১৮টি ককটেল ও ১৭টি ককটেলের অংশবিশেষ এবং একটি সাদা প্লাস্টিকের ব্যাগসহ দিদার হোসেন (৪০), মো. ইকবাল হোসেন (৬০), আবু ফারুক (৫১), মো. আলী (৪০) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানা পুলিশ বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৪২ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা করে। ওই মামলার জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী ৫ নম্বর আসামি। নাশকতা ঠেকাতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তারে অভিযানে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের দিয়াবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ দুপুরে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত আগামীকাল রিমান্ড শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠান।
ডিবির ওসি জানান, নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি মঞ্জুর এলাহী। নাশকতা ঠেকানোসহ সর্ব সাধারণের জানমাল রক্ষায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।