তামিম-বন্দনায় সতীর্থরা
অপরাজিত ১০৩ রানের ইনিংসটিকে মহাকাব্যিক বললে বোধ হয় অত্যুক্তি হবে না। কী নেই এতে? ১০টি চার, পাঁচটি ছয়, প্রয়োজনে বল ঠেকানো—সবই ছিল তামিমের শতকে।
ওমানের বিপক্ষে মাত্র ৬৩ বল খেলে তামিম যে শতক করেছেন, তাতে মুগ্ধ ধর্মশালার শত শত দর্শক। আর টিভি পর্দায় কোটি চোখ জুড়িয়েছে সেই ব্যাটিং। মুগ্ধ সতীর্থরাও। জয়ের আনন্দে ভোলেননি তামিমের প্রশংসা করতে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জানিয়েছেন শুভেচ্ছা।
সুপার টেনে ওঠার লড়াইয়ের ম্যাচটিতে তামিমকে সঙ্গ দিয়েছেন সাব্বির রহমান। সাজঘরে ফেরার আগে করেছেন ৪৪ রান। তামিমের প্রশংসায় পঞ্চমুখ সেই সাব্বির।
ফেসবুকে অফিশিয়াল পেজে সাব্বির লিখেছেন, ‘তামিমের আরেকটি দুর্দান্ত শট, এগিয়ে যাও টাইগার্স!’
অন্য এক স্ট্যাটাসে সাব্বির বলেন, ‘প্রথম বাংলাদেশি হিসেবে টি২০-তে সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। অভিনন্দন তামিম ভাইকে!’
একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। আর তামিমের সেঞ্চুরির পর বাংলাদেশের আরেক ওপেনার ইমরুল কায়েস লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির পর শূন্যে ভাসছেন তামিম ইকবাল।’