সৎ ছেলে হত্যায় মায়ের যাবজ্জীবন
মুন্সীগঞ্জে সৎ ছেলে হত্যায় মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজদিখান উপজেলার পাউসার গ্রামে পারিবারিক কলহের জেরে ২০১৭ সালের ১১ জুন সৎ মা সুমাইয়া আক্তার সৎছেলে ইয়াসিনকে (৫) গলা টিপে হত্যা করেন। পরে এ ঘটনায় ১৭ জুন নিহত ইয়াসিনের বাবা আরিফ হোসেন সুমাইয়া আক্তারকে আসামি করে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার মোহাম্মদ হাসান জানান, প্রায় ছয় বছরের বিচারিক কার্যক্রম শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালত সুমাইয়া আক্তারকে দোষী সাব্যস্ত করে সাজা দেন।