বিএনপি সংবিধান মেনে নির্বাচনে এলে শুভেচ্ছা : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বিএনপির শুভবুদ্ধির উদয় হয়ে ধ্বংসাত্মক কাজ রেখে সাংবিধানিক পথে নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের প্রতি শুভেচ্ছা থাকবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় খড়মপুর কল্লাহ শহীদ (রহ.)-এর মাজার শরিফ জিয়ারত ও জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরও বলেন, বিশিষ্ট নাগরিকরা তো নির্বাচনে অংশগ্রহণ করবে না। তারা শুধু উপদেশই দিচ্ছেন। বিএনপি যদি নির্বাচনে আসতে নির্বাচন কমিশনের কাছে সময় চায় অবশ্যই নির্বাচন কমিশন বিবেচনা করবে। সেখানে সরকারের কোনো ভূমিকা নেই। তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। কারণ এ সরকার ২৮ জানুয়ারির পর অবৈধ হয়ে যাবে। কাজেই সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্বাচন হতেই হবে। তবে নির্বাচন সম্পূর্ণ রূপে নির্বাচন কমিশনের অধীনে হয়।
এর আগে মন্ত্রী মাজারে এলে তাঁকে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বাহার মালদার, খড়মপুর মাজার শরিফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম. খাদেম মিন্টু, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম প্রমুখ।