আমিরের হাতে কোহলির ব্যাট
মাঠের লড়াইয়ে তাঁরা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী। ভারত-পাকিস্তান ম্যাচের অন্যতম আকর্ষণ বিরাট কোহলি বনাম মোহাম্মদ আমিরের লড়াই। কিন্তু মাঠের বাইরে দারুণ বন্ধুত্ব গড়ে উঠছে এ সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ও বোলারের মধ্যে। শুক্রবার ইডেন গার্ডেনসে অনুশীলনের সময় আমিরকে একটি ব্যাটও উপহার দিয়েছেন কোহলি। চিরপ্রতিদ্বন্দ্বী দলের একজন সদস্যকে ব্যাট উপহার দেওয়ার এই ঘটনা চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ আলোচনার জন্ম দিয়েছে।
গতকাল শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনসে দুই দলের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন শেষবারের মতো। সবাই ব্যস্ত ছিলেন হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামার আগে শেষ প্রস্তুতিটা সেরে নেওয়ার জন্য। এমন সময় মাঠে এসে আমিরের হাতে একটি ব্যাট তুলে দেন কোহলি। পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদিও দাঁড়িয়ে ছিলেন আমিরের পাশেই। এ সময় কোহলি বেশ কিছুক্ষণ হেসে হেসে কথা বলেন আমির ও আফ্রিদির সঙ্গে।
২০১০ সালে ইংল্যান্ড সফরের সময় স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার আমির। সম্প্রতি আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর দারুণ বোলিং করছেন এই প্রতিভাবান বোলার। আমিরের ফেরাকে স্বাগতও জানিয়েছিলেন কোহলি। কিছুদিন আগে বাংলাদেশে হয়ে যাওয়া এশিয়া কাপের সময় আমির প্রসঙ্গে কোহলি বলেছিলেন, ‘সে খুবই দক্ষ একজন বোলার। আমি তাঁকে শুভকামনা জানাই। এ পর্যন্ত আসতে সে কঠোর পরিশ্রম করেছে এবং এর জন্য অনেক সাহস প্রয়োজন।’