আওয়ামী লীগের কাউন্সিল পেছানো হবে : হানিফ
আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ পেছানো হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। আজ রোববার সন্ধ্যায় গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের সভায় নতুন তারিখ নির্ধারিত হবে বলেও জানান তিনি।
সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকীর উপলক্ষে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে হানিফ এসব কথা জানান।
হানিফ বলেন, ২২ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণেই পেছানো হচ্ছে ২৮ মার্চের পূর্ব নির্ধারিত তারিখ। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের কবরে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি শ্রদ্ধা জানান তাঁর ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।