২৪ ঘণ্টায় চার যানবাহনে আগুন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় চারটি যানবাহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এ তথ্য জানান মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।
আনোয়ারুল ইসলাম দোলন জানান, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত চারটি অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দুটি বাস, একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ও ৩৫ জন কাজ করেছে বলেও জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এই কর্মকর্তা।
গত ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে—বাস ১৭০টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল আটটি ও অন্যান্য গাড়ি ২৮টি।