বিকাশকর্মীদের পুলিশের সহায়তা নিতে বললেন ডিএমপি কমিশনার
বিকাশের টাকা বহনের সময় প্রতিষ্ঠানটির কর্মীদের পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ বৃহস্পতিবার সকালে কমিশনারের কার্যালয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিকাশকর্মীদের ওপর হামলা করে টাকা ছিনতাইয়ের প্রসঙ্গ তুলে ডিএমপি কমিশনার আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু। তাই বিকাশের টাকা বহনের সময় স্থানীয় পুলিশ নিরাপত্তার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেবে।