বিএনপির কালো পতাকা মিছিল ও আ.লীগের শান্তি সমাবেশ ঘিরে সতর্ক পুলিশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি। একইদিনে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ করছে আওয়ামী লীগ৷ দুদলের এই কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল শুরু করে দলের নেতাকর্মী-সমর্থকরা। এটি কাকরাইল ও মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় অতিক্রম করে শেষ হয়। অপরদিকে, বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সামনে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ শুরু হয়েছে।
মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান এনটিভি অনলাইনকে বলেন, দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে। যেসব স্থান দিয়ে দুই দলের নেতাকর্মীরা মুভ করবেন বা অবস্থান করবেন, সেসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। কেউ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে চাইলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
পুলিশ বলছে, যাতে কেউ বিশৃঙ্খলা বা নাশকতার সৃষ্টি না করতে পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে পুলিশ। পোশাকে পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মাঠে কাজ করছে। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সাইবার স্পেস কড়া নজরদারি করছে।
এদিকে এই মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি যোগ দিলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা।