মাহমুদউল্লাহকে টি-২০ চুক্তিতে না রাখার কারণ জানালেন রাজ্জাক
চলতি বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে রিয়াদের এমন ছন্দ আশাবাদী করছে ভক্তদের। তবে, বিসিবির টি-টোয়েন্টি চুক্তিতে নেই তার নাম। যা দেখে অবাক হয়েছেন অনেকে। কেন ফর্মে থাকার পরও রিয়াদকে চুক্তিতে রাখা হলো না, গণমাধ্যমে তার কারণ জানিয়েছেন নির্বাচক আবদুর রাজ্জাক।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রিয়াদ প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘কেন্দ্রীয় চুক্তির সাথে দলে চান্স পাওয়ার কোনো মিল নেই। চুক্তি হচ্ছে আগের বছরের খেলা দেখে। আগের বছরে রিয়াদ খুব একটা টি-টোয়েন্টি খেলে নাই। এখন মনে হচ্ছে রিয়াদ টি-টোয়েন্টি ভালো খেলছে। ভালো অবস্থায় আছে। তাই রাখা হয়েছে। এরপরেও যদি ভালো খেলে তাহলে বিশ্বকাপের জন্যও থাকবে চিন্তাতে।’
২০২৪ সালের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তিতে তিন ফরম্যাটে জায়গা হয়েছে সর্বমোট ২১ ক্রিকেটারের। এই চুক্তির মেয়াদ ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভা শেষে ঘোষণা করা হয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের নাম। টি-টোয়েন্টি চুক্তিতে না থাকলেও আসন্ন শ্রীলঙ্কা সিরিজে রিয়াদকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাইম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম।