বিআরডিবি ও পিডিবিএফের ঋণের পরিমাণ ২৪ হাজার কোটি টাকা : স্থানীয় সরকারমন্ত্রী
জাতীয় সংসদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) মাধ্যমে দেওয়া ঋণের পরিমাণ ২৪ হাজার দেড়শ কোটি টাকা। আজ মঙ্গলবার (৫ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন, চাহিদা অনুযায়ী ঢাকা সিটিতে পানির কোনো ঘাটতি নেই।
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিআরডিবি ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) মাধ্যমে ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ঋণ, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ও কোভিড প্রণোদনা ঋণ কর্মসূচির মাধ্যমে দেশের কৃষকদের মধ্যে ঋণ দেওয়া হয়েছে। এ খাতে মোট ঋণের পরিমাণ ২৪ হাজার ১৩৬ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে বিআরডিবির ৫৭৪ কোটি ছয় লাখ টাকা ও ডিপিবিএফ-এর ২৩ হাজার ৫৬২ কোটি ১১ লাখ টাকা। এ ঋণের মধ্যে অনাদায়ী ২৮৩ কোটি ৮৭ লাখ টাকা।
ঢাকা-১৪ আসনের মো. মাইনুল হোসেন খান নিখিলের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, চাহিদা অনুযায়ী ঢাকা সিটিতে পানির কোনো ঘাটতি নেই। বর্তমানে ঢাকা শহরের মোট পানির চাহিদা ২৬৫-২৭০ কোটি লিটার। চাহিদার তুলনায় পানির উৎপাদন ক্ষমতা ২৭৫-২৮০ কোটি লিটার। গ্রীষ্ম মৌসুমে তাৎক্ষণিক পানির বাড়তি চাহিদা মেটাতে বিভিন্ন স্থানে ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, বর্তমানে দেশের কৃষক বা চাষী সমবায় সমিতির সংখ্যা এক লাখ ১২ হাজার ৬৫৮টি। এর মধ্যে সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ৫৮ হাজার ২৮৫টি ও বিআরডিবির ৫৮ হাজার ৩৭৩টি। সরকার অনুমোদিত পেশাভিত্তিক সমবায় সমিতির সংখ্যা ৮৬টি।