আ.লীগনেতা রনজিতের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেখ সেলিমের শ্রদ্ধা
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গামার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন দলের দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। আজ শনিবার (২৩ মার্চ) দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
পরে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজমের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম এম নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক এম জুলকার রহমানের নেতৃত্বে জেলা আইনজীবী সমিতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক শিকদারের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটুর নেতৃত্বে পৌর আওয়ামী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক এম বি সাঈদের (বি মোল্লা) এর নেতৃত্বে জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে জেলা ছাত্রলীগ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার অসিত কুমার মল্লিক, সাধারণ সম্পাদক মণিন্দ্রনাথ বাড়ৈ মনির নেতৃত্বে পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় পুলিশ সুপার আল-বেলী আফিফা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ফজলে ফাহিম, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফজলে নাঈম, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম প্রমখ উপস্থিত ছিলেন।
পরে রনজিত কুমার গামার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার উপজেলার রূপাহাটিতে। সেখানে বিকেলে তার নিজ বাড়িতে সমাহিত করা হয।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বক্তব্য দেন। গোপালগঞ্জ সরকারি শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের প্রফেসর শেখ বেনজির আহম্মেদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার অসিত কুমার মল্লিক, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও নিহতের ভাই মনীন্দ্রনাথ বাড়ৈ মনি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রাণোতোষ আচার্য শিবু সহ গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া উপজেলার দলীয় নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্বজনেরা উপস্থিত ছিলেন।
শুক্রবার শহরতলীর মান্দারতলা এলাকায় নিজের প্রতিষ্ঠিত নির্মাণাধীন শেখ ফজলুল করিম সেলিম ল কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন রনজিৎ কুমার গামা। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।