চাপে থেকেই চা বিরতিতে বাংলাদেশ
সাগরিকার উইকেটকে বলা হয় ব্যাটিং স্বর্গ। উইকেটের সেই সুবিধাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে শ্রীলঙ্কা। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে চাপে রেখেছে লঙ্কানরা। প্রথম দুই সেশনে সাকিব-মিরাজদের ভুগিয়ে রান পাহাড় গড়ার পথে ধনঞ্জয়ার দল। এরইমধ্যে দলীয় স্কোর দুইশ ছাড়িয়েছে লঙ্কানদের।
আজ শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনে স্কোরবোর্ডে বিনা উইকেটে ৮৮ তুলে শ্রীলঙ্কা। আর দ্বিতীয় সেশনে দুই উইকেট হারালেও আরও আক্রমণাত্নক ব্যাটিংয়ে ১২৬ রান যোগ করে স্কোরবোর্ডে। চা বিরতির আগ পর্যন্ত ৫৮ ওভারে দুই উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। মেন্ডিস ৬৫ এবং ম্যাথিউস ১ রানে অপরাজিত।
প্রথম সেশনে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করে শ্রীলঙ্কা। অবশ্য, দলীয় ১৩ রানের মাথায় সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। অভিষিক্ত হাসান মাহমুদের বলে থার্ড স্লিপে ক্যাচ তুলে দেন মাদুশকা। তবে, সেই সহজ ক্যাচই তালুবন্দী করতে ব্যর্থ মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ঘন্টায় রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেননি মেহেদী হাসান মিরাজও। এবার বেঁচে যান দিমুথ করুনারত্নে।
এরপর স্বাগতিকদের আর কোনো সুযোগ দেয়নি শ্রীলঙ্কা। দারুণভাবে সাকিব-মিরাজদের স্পিন আক্রমণে সামলে দলকে এগিয়ে নেন এই দুই ব্যাটার। দলীয় ৭৬ রানের মাথায় ফের একবার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবারও সুযোগ লুফে নিতে পারেনি বাংলাদেশ। হাসান মাহমুদের বাউন্সারে থার্ডম্যান এরিয়াতে থাকা সাকিব সুযোগ হাতছাড়া করেন। মাঝে ৮০ বলে ফিফটি তুলে নেন মাদুশকা।
এরপর দ্বিতীয় সেশনের শুরুতে দলীয় ১০৫ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফেরেন মাদুশকা। আউটের আগে তার ব্যাট থেকে আসে ১০৫ বলে ৫৭ রান। এরপর মেন্ডিসকে নিয়ে দারুণ এক জুটি গড়েন করুনারত্নে। এই জুটিতে যোগ হয় ১১৪ রান। শেষমেশ দলীয় ২১০ রানের মাথায় হাসান মাহমুদের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন করুনারত্নে। ১২৯ বলে ৮৬ রান আসে এই বাঁহাতি ব্যাটারের ব্যাট থেকে।