জ্যোতি যেন তপ্ত রোদে বাগান বিলাসী ফুল!
“আনন্দ উৎসব চেনাচেনা সবখানে
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার!”
শিরোনামহীনের ‘হাসিমুখ’ গানের এই দুটি লাইন যেন বাস্তবে নেমে এলো। সিলেটের আম্বরখানা গার্লস স্কুল, ব্লু বার্ড হাই স্কুল, আনন্দ নিকেতন—এই তিনটি বিদ্যাপীঠে আজকের চিত্র অন্তত এটাই।
আজ সোমবার (২৯ এপ্রিল) এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ নারী দলের তিন তারকা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ফাহিমা খাতুন ও মারুফা আক্তার উপস্থিত থাকেন। তাদের সঙ্গে হাজির হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার।
বিদ্যালয়গুলোতে জ্যোতির উপস্থিতি তৈরি করে আলাদা উন্মাদনা। শিক্ষার্থীদের ভীড় জমে তাকে ঘিরে। বিশেষত, আম্বরখানা গার্লস স্কুলে জ্যোতির অটোগ্রাফ নিতে ভীড় জমে যায়। একটি ছবিতে দেখা যায়, তিনি মধ্যখানে, তাকে ঘিরে চারপাশে সাদা ইউনিফর্মপরা মেয়েরা। কারও হাতে নোটবুক, কারও হাতে খাতার পৃষ্ঠা। দেখে যেন মনে হলো, তপ্ত রোদে বাগান বিলাসী এক ফুলের সুবাস নিতে চায় সবাই।
সবার একটাই আবদার, অটোগ্রাফ চাই। অটোগ্রাফ-ফটোগ্রাফের পালা শেষে ক্রিকেট খেলেন জ্যোতিরা। পেসার মারুফার বলে ব্যাট করেন জ্যোতি, উইকেটের পেছনে দাঁড়ান ফাহিমা। মেয়েদের সঙ্গেও খেলেন তারকারা। আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয় তাতে।
এ সময় বাংলাদেশ অধিনায়ক জ্যোতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের শহরে আমরা খেলছি ভারতের বিপক্ষে। একটি ম্যাচ হেরেছি, হতাশ হওয়ার কিছু নেই। আরও চারটি ম্যাচ বাকি আছে। সম্ভব হলে মাঠে গিয়ে খেলা দেখবেন, দলকে উৎসাহ দেবেন।’