আমাকে সংসদে প্রবেশ করতে দেওয়া হয়নি : আব্দুল লতিফ সিদ্দিকী
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, আমি এ অধিবেশনের প্রথমদিন সংসদে যোগ দিতে আসলাম। কিন্তু কোভিডের সার্টিফিকেট না থাকায় আমাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। অপমানিত হয়ে আমাকে ফেরত যেতে হয়েছে।
আজ রোববার (৫ মে) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংসদে এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, অথচ আমাকে আগে জানানো হয়নি সংসদে যোগ দিতে কোভিডের সার্টিফিকেট লাগবে। এতে করে আমার নির্বাচনি এলাকার জনগণকে কথা বলা থেকে বঞ্চিত করা হয়েছে। আমার কাছে বার্তা পৌঁছানোর জন্য যাদের ওপর দায়িত্ব ছিল তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। এটা দায়িত্বহীনতার ওপর পরিচয় দিয়েছে। কেননা আমি আপনার কোন নোটিশ বা আমার মোবাইলে কোন ম্যাসেজ পাইনি। আমি বিচার চাই না। তবে ভবিষ্যতে যেন এ ধরনের অপমানজনক ঘটনা আর না ঘটে সে বিষয়ে খোঁজ রাখার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি।
জবাবে স্পিকার ড. শিরীন শারমিন বলেন, ওইদিন আমরা শুনেছি আপনার কাছে কোভিড সার্টিফিকেট চাওয়া হয়েছিল। কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি ২৪ এপ্রিল প্রত্যেক সংসদ সদস্যকে ম্যাসেজ পাঠানো হয়েছে কোভিড পরীক্ষা করে আনার জন্য। কেন পেলেন না সেটা আমার বোধগম্য নয়। এ সময় জবাবে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, এখন যান্ত্রিক যুগ। গ্রামীণফোনকে জিজ্ঞেস করুন তাঁরা পাঠিয়েছে কিনা? যদি পাঠিয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইব।