চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের দুই পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বিমানবাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পতেঙ্গা বোট ক্লাব এলাকায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সকালে বাহিনীর প্রশিক্ষণ বিমান ওয়াইএকে-১৩০ বিমানটি উড্ডয়ন করে। এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর এটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত। অবতরণের ঠিক আগ মুহূর্তে বিমানটিতে আগুন ধরে গেলে দুই পাইলট প্যারাসুটের মাধ্যমে অবতরণের চেষ্টা করেন।
কর্ণফুলী নদীতে থাকা অয়েল ট্যাংকার এম টি সালা জাহাজের লস্কর মো. ইয়ারুল শেখ জানান, একটি বিকট শব্দের পর দুই পাইলট অবতরণ করে। তাদের উদ্ধার করে তীরে আনার ব্যবস্থা করি।
স্থানীয় লোকজন দুই পাইলটকে উদ্ধার করে বোট ক্লাবে নিয়ে যায়। পরে তাদের সিএমএইচে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে পানিতে ডুবে যায়।