শিবিরের জাবি সভাপতিসহ ১৪ নেতাকর্মী আটক
বরিশালে ইসলামী ছাত্র শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, নাশকতার লক্ষ্যে নেতাকর্মীরা একটি মাদ্রাসায় গোপন বৈঠক করছিলেন।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বিজ্ঞান ভবন থেকে এসব নেতাকর্মীকে আটক করা হয় বলে জানিয়েছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।
এঁরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রংপুর বিভাগীয় ছাত্র শিবিরের সভাপতি আজাদুল ইসলাম, গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সবুজ হোসেন হাওলাদার, পটুয়াখালী জেলা সভাপতি বায়জিদ মাতুব্বর, কর্মী আজিজুর রহমান, তামিম ইসলাম, জিহাদুল ইসলাম, তরিকুল ইসলাম, আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল জুবায়ের, আরিফুর ইসলাম, শরীফ মৃধা, মনিরুল ইসলাম, আবু সালেহ ও মামুন বেপারী।
ওসি জানান, আটককৃতদের জিজ্ঞাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।