উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ
ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে পছন্দের প্রার্থী ঘোষণা এবং সেই প্রার্থীর ক্যাডারদের দিয়ে হামলা-সন্ত্রাস করানোর অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বুধবার (১৫ মে) বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন অধ্যক্ষ রাজা রফিকুল ইসলাম।
অধ্যক্ষ রাজা রফিকুল ইসলাম সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান হোসেন খানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী।
রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রতীক না থাকার ঘোষণা দিলেও ঝালকাঠীতে তা মানছেন না সংসদ সদস্য আমির হোসেন আমু। নিজের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করে তাঁর পক্ষে দলের সবাইকে কাজ করতে ভয়-ভীতি দেখাচ্ছেন তিনি।
তবে সংবাদ সম্মেলনে করা এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন সংসদ সদস্য আমির হোসেন আমু। তিনি ঢাকায় অবস্থান করছেন এবং এ ব্যাপারে কিছুই জানেন না বলেও জানিয়েছেন তিনি।