১০ নয়, রিয়ালে যে নম্বরের জার্সি পরে খেলবেন এমবাপ্পে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/04/mbappe_0.jpg)
পাঁচ বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এই খবর কম-বেশি সবারই জানান। ২০১৮ সালে পিএসজিতে নাম লেখানোর পর থেকে ৭ নম্বর জার্সিতে খেলেছেন এমবাপ্পে। তবে, নতুন ক্লাব রিয়ালে কোন জার্সি পরে খেলবেন ফরাসি তারকা সেই বিষয়টি নিয়েও রয়েছে জল্পনা।
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার (৪ জুন) প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে এমবাপ্পের সঙ্গে চুক্তির খবর জানিয়েছে রিয়াল মাদ্রিদ। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘আগামী পাঁচ মৌসুমের জন্য এ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।’
এই ঘোষণার পরই কত নম্বরের জার্সি পরে খেলবেন বিশ্বসেরা এই তারকা, তা নিয়ে চলছে ভক্তদের জল্পনা। এবার মিলল সেই উত্তরও। জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, পছন্দের ১০ নম্বর জার্সি পাচ্ছেন না এমবাপ্পে। এর কারণ বর্তমানে সেই জার্সি পরে খেলছেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিচ। তাই তার বিদায়ে আগে সেই জার্সি পাচ্ছেন না এমবাপ্পে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/06/04/inner-goal.jpg)
গোলের প্রতিবেদন অনুসারে, আগামী বছরের শেষদিকে রিয়াল মাদ্রিদকে বিদায় বলবেন মদ্রিচ। এরপরই সেই জার্সিটি দেওয়া হবে এমবাপ্পেকে। প্রশ্ন হলো, এখন তাহলে কত নম্বর জার্সি পরে খেলবেন এমবাপ্পে? জানা গেছে আগামী ১ বছর ৯ নম্বর জার্সি পরে খেলতে হবে তাকে। যেটি ছিল করিম বেনজেমার। তার ক্লাব ছাড়ার পর থেকে সেটি এখনও পর্যন্ত খালি রয়েছে। শুধু ১০ নয় ৭ নম্বর জার্সিও পাওয়ার সুযোগ নেই এমবাপ্পের। কারণ সেটি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের দখলে।