বৃষ্টিপাত ছাড়াই উজানের পানিতে সুনামগঞ্জের ৫০ গ্রাম প্লাবিত
সুনামগঞ্জে গত দুই দিন ধরে বৃষ্টিপাত কম হলেও উজানের পানিতে বাড়ছে সুনামগঞ্জের নদ-নদী ও হাওড়ের পানি। নতুন করে সুনামগঞ্জের জগন্নাথপুর, শান্তিগঞ্জ ও ছাতক উপজেলার অন্তত ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে জগন্নাথপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে গেছে।
জগন্নাথপুর-বেগমপুর সড়কে পানি ওঠায় লাউতলা-রসুলগঞ্জ সড়কসহ বেশ কয়েকটি গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। পাইলগাঁও, রাণীগঞ্জ, আশারকান্দি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের অন্তত ৩০ গ্রাম প্লাবিত হয়েছে।
রাণীগঞ্জ গ্রামের মো. আবু তাহের (৫৬) বলেন, প্রায় চারদিন ধরে পানি উঠেছে, বেগমপুর জগন্নাথপুরের এই সড়ক দিয়ে ৩০-৪০টি গ্রামের মানুষ যাতায়াত করেন। সড়কে পানি থাকায় কয়েক হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।
একই উপজেলার ভাতগাঁও ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের রাজেশ দাস (৪০) জানান, গত দুদিন ধরেই পানি বাড়ছে। বৃষ্টি নাই কিন্তু প্রতিদিন পানি বাড়ে আর নতুন নতুন এলাকা পানিতে ডুবে যায়। বাড়িঘর আর বাড়ির আঙিনায় পানি উঠে গেলে কষ্টের সীমা থাকে না।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ভাতগাঁও ও দরগাপাশা ইউনিয়ন এবং ছাতক উপজেলার কয়কটি ইউনিয়নের বেশ কিছু গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, বড় ধরনের বন্যার সতর্কতা নেই। ভারতের মেঘালয়ে খুব একটা বৃষ্টিপাতের খবর শোনা যায়নি। তবে সুনামগঞ্জের জগন্নাথপুরে পানি কেন বাড়ছে বোঝা যাচ্ছে না। তবে পানি নেমে যাবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, সুনামগঞ্জের কয়কটি উপজেলার নিম্নাঞ্চলে পানি এসেছে তবে কোথাও বন্যা দেখা দেয়নি। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের বন্যার প্রস্তুতি রাখা হয়েছে। কোথাও বন্যা দেখা দিলে শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।