চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনার বিদায়
আগের দিন জ্বলে উঠেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, অসাধারণ এক হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে পৌঁছে দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। পরদিন তাই লিওনেল মেসির সামনে ছিল বাড়তি চ্যালেঞ্জ। তবে রোনালদোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জ্বলে উঠতে ব্যর্থ। ব্যর্থ মেসির দল বার্সেলোনাও। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে হেরে গেছে বার্সা। তাই কাতালান পরাশক্তিদের চ্যাম্পিয়নস লিগের শিরোপা ধরে রাখার আশাও শেষ।
মেসি-সুয়ারেজ-নেইমারদের হতাশার সাগরে ভাসিয়ে ইউরোপের সেরা ফুটবল প্রতিযোগিতার শেষ চারে উঠে গেছে ডিয়েগো সিমেওনের শিষ্যরা। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে জিতেও লাভ হয়নি বার্সার। ৩-২ অ্যাগ্রিগেটে সেমিফাইনালের টিকেট পেয়েছে ২০১৩-১৪ মৌসুমের রানার্সআপ আতলেতিকো।
যেখানে তাদের সঙ্গী বায়ার্ন মিউনিখ। বুধবার রাতের অন্য ম্যাচে পর্তুগালের বেনফিকার মাঠে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন। তবে ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় শেষ চারের ছাড়পত্র পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। আতলেতিকোর মতো তাদের অ্যাগ্রিগেটও ৩-২।
বার্সার বিপক্ষে আতলেতিকোর জয়ের নায়ক আন্তইন গ্রিজম্যান। স্বাগতিকদের দুটো গোলই করেছেন এই ফরাসী স্ট্রাইকার। ৩৬ মিনিটে সাউল নিগুয়েজের ক্রস থেকে দুর্দান্ত হেডে আতলেতিকোকে এগিয়ে দিয়েছেন গ্রিজম্যান। ৮৮ মিনিটে বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে দলের জয় নিশ্চিত করার কৃতিত্বও তাঁর।
প্রথমার্ধে নিষ্প্রভ বার্সা বিরতির পর প্রতিপক্ষের ওপরে ঝাঁপিয়ে পড়লেও তেমন ভালো সুযোগ সৃষ্টি করতে পারেনি। লুইস সুয়ারেজ দুবার পোস্ট লক্ষ্য করে শট নিলেও কোনো লাভ হয়নি। দুর্বল শট দুটো ধরতে তেমন সমস্যা হয়নি আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাকের। একেবারে শেষ মুহূর্তে মেসির ফ্রিকিক ক্রসবার উঁচিয়ে চলে গেলে বিদায় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার।