আ.লীগ প্রতিষ্ঠার বড় সাফল্য স্বাধীনতা : রেলপথমন্ত্রী
রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতিষ্ঠার বড় সফলতা বঙ্গবন্ধুর আহ্বানে আমরা এ দেশটাকে স্বাধীন করেছিলাম। আওয়ামী লীগ প্রতিষ্ঠার বড় সাফল্য হলো স্বাধীনতা।’
আজ রোববার (২৩ জুন) সকাল ১১টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন রেলপথমন্ত্রী।
রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, বঙ্গবন্ধুকে দেশি ও বিদেশি চক্রান্তকারীরা হত্যা করে। আমাদের পিছিয়ে দেওয়ার জন্য। তারা স্বাধীনতার ঘোষণা নিয়ে চক্রান্ত করেছিল। যখন জাতিসংঘ বঙ্গবন্ধুর ভাষণকে শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি দিল তখন সব চক্রান্ত থেমে যায়।
রেলপথমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু আজ আমাদের মধ্যে নেই। তবে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের যাতায়াত নির্ভিঘ্ন করতে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। রাজধানীবাসী মেট্রোরেলে চলাচলের স্বাদ পাচ্ছে।
বিএনপির আমলে বন্ধ হওয়া ট্রেন লাইন আজ সচল হয়েছে উল্লেখ করে রেলপথমন্ত্রী বলেন, ঢাকা থেকে মাত্র ২ ঘণ্টায় ট্রেনে রাজবাড়ীতে আসতে পারছে। রাজবাড়ীতে ১০৫ একর জায়গার উপর দেশের সর্ববৃহৎ রেল কারখানা হচ্ছে। এতে জেলার অনেক বেকার কর্মসংস্থানের সুযোগ পাবে।
রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলী (এমপি), সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে এসে শেষ হয়।