এবার অবসরের ঘোষণা আরেক ভারতীয় তারকার
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর এক যুগ কেটে গেলেও শিরোপার দেখা পায়নি ভারত। সেই আক্ষেপ অবশেষে মিটিয়েছেন কোহলিরা। ভারতকে দ্বিতীয় টি-টোয়েন্টি শিরোপা জিতিয়ে দেশবাসীকে উচ্ছ্বাসে ভাসালেও রোহিত-কোহলির অবসরে আনন্দ কিছু হলেও ম্লান হয়েছে ভক্তদের। এবার সেই তালিকায় যোগ হলো আরও এক ক্রিকেটার।
আজ রোববার (৩০ জুন) নিজের ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সেই পোস্টে তিনি লেখেন, ‘আন্তজার্তিক টি-টোয়েন্টি থেকে আমি অবসর নিচ্ছি। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এটা বলে রাখতে চাই আমি অন্য ফরম্যাটগুলোতে খেলা চালিয়ে যাব।’
ভারতের হয়ে মোট ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাদেজা। ব্যাট হাতে করেছেন ৫১৫ রান। আর বল হাতে নিয়েছেন ৫৪টি উইকেট। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সে ভাবে সাফল্য পাননি জাদেজা। কিন্তু ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে পারদর্শী জাদেজাকে ছাড়া দলগঠন বেশ কঠিন। সেই জাদেজাকে আর টি-টোয়েন্টি ক্রিকেটে পাবে না ভারত।
এর আগে, গতকাল ম্যাচ শেষে শুরুতে বিরাট কোহলি ও পরবর্তীতে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতের হয়ে রোহিত সর্বোচ্চ ৯টি ও কোহলি ৬টি বিশ্বকাপ খেলেছেন। বিশ্বকাপ জিতলেও একসাথে এই তিন তারকার অবসরের ধাক্কা কীভাবে সামলে ওঠে ভারত, সেটাই এখন দেখার বিষয়।