আপনার জিজ্ঞাসা
প্রতিবন্ধী হয়ে পৃথিবীতে আসার বিষয়টি কি আগে থেকে নির্ধারিত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম শায়খ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২১০তম পর্বে ই-মেইলের টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, প্রতিবন্ধী হয়ে পৃথিবীতে আসার ব্যাপারটি কি আগে থেকে নির্ধারিত? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : প্রতিবন্ধী হয়ে পৃথিবীতে আসার ব্যাপারটি কি আগে থেকে নির্ধারিত?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আল্লাহতালা আসমান ও জমিন সৃষ্টি করার আগে মানুষের সমস্ত কিছু নির্ধারণ করেছেন। আল্লাহ যা লিখেছেন তাই হবে। এসবের আর কোনো পরিবর্তন নেই। এটা নিয়ে ঈমান আনতেই হবে। শুধুমাত্র অন্ধ-প্রতিবন্ধী না, সবকিছুর ক্ষেত্রেই এটাই কথা। এর সাথে বান্দার সামান্যতম সম্পর্ক নেই। পুরোটাই আল্লাহর হুকুম। বান্দাকে আল্লাহ সৃষ্টি করেন ও যা যা তার মধ্যে আছে সবই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখন এসব বিষয়ে বান্দা ঈমান আনবে। আল্লাহর উপর ভরসা রাখবেন। সবসময় ইতিবাচক দোয়া করবেন। আল্লাহ চাইলে যে কোনো জিনিস করতে পারেন। পরিবর্তনের বিষয়টিও আল্লাহ ওপর। সুতরাং আমাদের কাজ হলো আমল করা। এসব প্রশ্নও মনে আনার প্রয়োজন নেই। এটা তাকদির। এটা স্রেফ আল্লাহ ও বান্দার মধ্যকার ঈমানের বিষয়। আমাদের কাজ শুধুই আমল করা ও আল্লাহর কাছে চাওয়া।