আপনার জিজ্ঞাসা
কেউ মারা গেলে কীভাবে দোয়া করব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩২৯২তম পর্বে একজন থেকে জানতে চেয়েছেন, কেউ মারা গেলে কীভাবে দোয়া করব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
কেউ মারা গেলে কীভাবে দোয়া করব? আজকাল কেউ মারা গেলে আমরা ফেসবুকে লিখি ওপারে ভালো থাকুন। এটা কি দোয়া হয়?
উত্তর : কেউ মারা গেলে ফেসবুকে লিখলেন ওপারে ভালো থাকুন। এটা দোয়া নয়। এটা দোয়ার নামে একটা তামাশা করা। দোয়ার ভাষা এটা নয়। এটার নাম দোয়া করা নয়। আল্লাহ আমাদের দোয়া করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। দোয়া পড়তে শুরু হয়, রবের নাম নিয়ে। রবের প্রতি মিনতি নিয়ে দোয়া শুরু হবে। দোয়া পড়তে না পারলে নিজের ভাষায় বলুন যে—আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি তাকে জান্নাত নসিব করুন, মেহেরবানি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন বা বিভিন্ন কোরআনের দোয়া পড়তে পারেন। মানে দোয়াটা আল্লার কাছে আকুতি হতে হবে। অন্তর থেকে কামনা করতে হবে। এইগুলো বুঝতে হবে। ফেসবুকে এক লাইন লিখলেন—এতে আপনারও সওয়াব হবে না মৃত ব্যক্তিরও কোনো কাজে আসবে না। ঈমানদার ব্যক্তি কখনও এটা করতে পারে না। এটা উপলব্ধি করতে হবে।